ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ফেসবুক ব্যবহারে প্রাথমিক শিক্ষকদের কঠোর নির্দেশনা (তাালিকাসহ)

ফেসবুক ব্যবহারে প্রাথমিক শিক্ষকদের কঠোর নির্দেশনা

বাংলাদেশে প্রাথমিক শিক্ষকদের ফেসবুকের মতো সামাজিক মাধ্যম ব্যবহারে সতর্ক করে দিয়ে একটি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব (পরিচালক ও পলিসি) খান নুরুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন: প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের তারিখ ঘোষণা

কর্মকর্তারা বলছেন, সম্প্রতি সামাজিক মাধ্যমে শিক্ষকদের অনেক মন্তব্য বা সমালোচনা দেখা গেছে, যা সরকারি নীতির খাপ খায় না। তাই তাদের সতর্ক করে দিতে ওই নির্দেশনাটি জারি করা হয়েছে। তবে এ নিয়ে শিক্ষকদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

নির্দেশনায় বলা হয়েছে, ‌‘ইদানিং ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিক শিক্ষা সম্পর্কে নেতিবাচক স্ট্যাটাস/মন্তব্য ও বিভিন্ন অপপ্রচারমূলক তথ্য প্রদান করা হচ্ছে, যা সরকারি প্রতিষ্ঠানে সামাজিক মাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা, ২০১৬ এর পরিপন্থী।’

আরো পড়ুন: সকল শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে হাইকোর্টের জরুরি নির্দেশ

সরকারি প্রতিষ্ঠানে যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকার অনুযায়ী, প্রাথমিক শিক্ষা তথা সরকারের বিরুদ্ধে কোন ধরণের অপপ্রচার ও বিভ্রান্তিমূলক স্ট্যাটাস/ মন্তব্য প্রদান বা শেয়ার করার ব্যাপারে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

ইতিমধ্যে প্রজ্ঞাপনটি শিক্ষকদের ফেসবুকে পেইজে ভাইরাল হয়েছে।

আরো পড়ুন: শিক্ষক নিয়োগে ই-রিকুইজিশন কাল থেকে, আছে যেসব নির্দেশনা

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত