ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা নিয়ে অধিদপ্তরের ‘আসল’ ব্যাখ্যা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২০, ১২:১০

প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা নিয়ে অধিদপ্তরের ‘আসল’ ব্যাখ্যা

সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ এর বিভিন্ন কোটা সম্পর্কে ব্যাখ্যা প্রদান করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা প্রদান করা হয়।

এদিকে গত বছরের ২৪ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ এর প্রকাশিত চূড়ান্ত ফলাফলে সরকারি কোটাবিধি যথাযথ অনুসরণ করা হয়নি মর্মে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চলছে। এরই প্রেক্ষিতে অধিদপ্তর সর্বসাধরণের অবগতির জন্য একটি ব্যাখা প্রদান করেছে।

ব্যাখ্যার একটি কলামে উল্লেখ করা হয়, এবারের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল বিশ্লষণে দেখা যায় যে, বিভিন্ন বিশেষ শ্রেণির কোটায় নির্বাচনযোগ্য উপযুক্ত প্রার্থী না পাওয়ায় শূন্যপদসমূহ সাধারণ প্রার্থীদের দ্বারা পুরুষ ও মহিলা নির্বিশেষে মেধাক্রমানুসারে পূরণ করা হয়েছে। এ প্রক্রিয়ায় বিধি সম্মতভাবেই কিছু উপজেলায় নির্বাচিত পুরুষ প্রার্থীর সংখ্যা নির্বাচিত মহিলা প্রার্থীর চেয়ে বেশি হয়েছে।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ এর চূড়ান্ত ফলাফল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় উন্নত সফটওয়ারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সর্বোচ্চ সতর্কতার সাথে প্রক্রিয়াকরণ করা হয়েছে। এক্ষেত্রে মানবীয় হস্তক্ষেপের কোনো সুযোগ ছিলো না। ব্যবহৃত সফটওয়ারে সরকারি কোটাবিধি সঠিক এ যথাযথভাবে অনুসরণ করা করা হয়েছে বিধায় প্রত্যেক প্রার্থী বিধি অনুযায়ি মূল্যায়িত হয়েছেন। বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত