ঢাকা, রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

উত্তীর্ণ নিয়োগপ্রাপ্তদের পাশে প্রাথমিক শিক্ষক সমিতি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২০, ১৬:৪৪  
আপডেট :
 ২৪ জানুয়ারি ২০২০, ১৬:৪৮

উত্তীর্ণ নিয়োগপ্রাপ্তদের পাশে প্রাথমিক শিক্ষক সমিতি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ঘোষিত ফলাফল কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এমন অবস্থায় কপালে ভাঁজ পড়েছে সদ্য উত্তীর্ণদের। এবার তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

আরো পড়ুন: প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন বহুকাঙ্ক্ষিত টাইমস্কেল

সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রাথমিক শিক্ষক সমিতির একটি বার্তা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ জার্নাল পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-

‘সদ্য নির্বাচিত ১৮১৪৭ জন সহকারী শিক্ষকের যোগদান ও চাকরি ঠেকাতে যেসব মামলা হয়েছে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নব নির্বাচিতদের পক্ষে শিক্ষকসার্থে সরকারের সাথে আইনি সহায়তাসহ সার্বিক সহযোগিতা প্রদান করবে। সম্পূর্ণ স্বচ্ছ একটি নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিতদের হয়রানি, সরকারের ও প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহল এসব করছে। তাই যেসব জেলায় এ সংক্রান্ত মামলা হয়েছে বা হচ্ছে বা যে কোন প্রয়োজনে নিম্নবর্ণিত দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের সাথে সংশ্লিষ্টদের যোগাযোগ করতে অনুরোধ করা হলো।’

আরো পড়ুন: অবশেষে সুখবর পেলেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

দায়িত্বপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩০ জুলাই সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ওই বছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশ থেকে ২৪ লাখ পাঁচজন প্রার্থী আবেদন করেন। প্রথম ধাপে ২৪ মে, দ্বিতীয় ধাপে ৩১ মে, তৃতীয় ধাপে ২১ জুন এবং চতুর্থ ধাপে ২৮ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: উত্তীর্ণ ১৮ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য আশার বাণী

সেপ্টেম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষায় ৫৫ হাজার ২৯৫ জন পাস করেন। গত ৬ অক্টোবর থেকে নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা শুরু হয়। মাসব্যাপী সারাদেশের সব জেলায় মৌখিক পরীক্ষা আয়োজন করা হয়। এ পরীক্ষায় ৬১ জেলায় ১৮ হাজার ১৪৭ জন চূড়ান্তভাবে নির্বাচিত হন।

আরো পড়ুন: ১৭তম শিক্ষক বিজ্ঞপ্তি নিয়ে সুখবর দিলেন এনটিআরসিএর চেয়ারম্যান

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত