ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

এমপিভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ!

এমপিভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ!

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের (মাশিঅ) মহাপরিচালক সফিউদ্দিন আহমদ বলেছেন, এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের ভোগান্তি কমিয়ে একই দিনের মধ্যে বেতন দিতে পদক্ষেপ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাদ্রাসা বোর্ডের অধিনে এমপিও ভুক্ত শিক্ষকদের যার যার একাউন্টে বেতন পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার ফতুল্লা রওজাতুস সালিহীন আলিম মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী এবং দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সফিউদ্দিন আহমদ বলেন, লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন, কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাঁদ, নক্ষত্র, নতুন নতুন গ্রহ আবিস্কার করেছে। পৃথিবীর মানুষ আজ জ্ঞান-বিজ্ঞান দিয়ে বহু আধুনিক যন্ত্রপাতি আবিস্কার করেছে, আগামীতে আরো এগিয়ে যাবে।

আরো পড়ুন: সহকারী শিক্ষকের বেতন গ্রেড ১১তম এবং প্রধান শিক্ষকের ১০ম!

রওজাতুস সালিহীন আলিম মাদ্রাসার মোতাওয়াল্লী হোযায়েফ আল মাহমুদের সভাপতিত্ব অনুষ্ঠানটিতে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু ও বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম। অনুষ্ঠানে মাদ্রাসা গভর্ণিংবডির সভাপতি ও মোতাওয়াল্লি জনাব আলহাজ হোযায়েফ আল-মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বেসরকারী শিক্ষক কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজান আলম সাজু।

আরো পড়ুন: ‘সভাপতির হামলায়’ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রাথমিক শিক্ষক

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস শাকুর। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামীক ষ্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আ.ন.ম রফিকুর রহমান মাদানী। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, মাদ্রাসা গভর্ণিংবডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মমিনুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

আরো পড়ুন: উত্তীর্ণ ১৮ হাজার প্রাথমিক শিক্ষকের পক্ষে লড়ার ঘোষণা আইনজীবীর

  • সর্বশেষ
  • পঠিত