ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

‌‘স্কুলফিডিং কর্মসূচি’ নিয়ে সংসদে যা বললেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২০, ১৭:২৯

‌‘স্কুলফিডিং কর্মসূচি’ নিয়ে সংসদে যা বললেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সংসদে জানিয়েছেন, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় স্কুলফিডিং কর্মসূচি চালু নেই। তবে জেলার সদর ও রামগতি উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসায় স্কুলফিডি কর্মসূচি চালু রয়েছে।

সোমবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সরকারি দলের সদস্য আনোয়ার হোসেন খানের এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

আনোয়ার হোসেন খানের অপর এক লিখিত প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ জাতীয় সংসদে জানিয়েছেন, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ১০টি বেসরকারি এতিমখানায় ২৩ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনকৃত এসব এতিমখানার অনুকূলে ২০১৮-২০১৯ অর্থ-বছরে সরকারি অনুদান (ক্যাপিটেশন গ্রান্ড) বাবদ এই টাকা বরাদ্দ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত