ঢাকা, মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

সরস্বতী পূজার ছুটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২০, ১৪:২২  
আপডেট :
 ২৮ জানুয়ারি ২০২০, ১৫:০১

সরস্বতী পূজার ছুটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তি

সরস্বতী পূজার ছুটি শিক্ষাবর্ষে ২৯ জানুয়ারি (বুধবার) নির্ধারণ করা হলেও তা পিছিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজার ছুটি ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন: শিক্ষকদের কঠোর নিষেধাজ্ঞা মাউশির

মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিবর্তিত ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব গোপাল চন্দ্র দাসের স্বাক্ষরিত সংশোধিত ছুটির বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২০ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ২৯ জানুয়ারি সরস্বতী পূজার ছুটি নির্ধারণ করা ছিল। বর্তমানে সেটি পরিবর্তন করে ৩০ জানুয়ারি সরস্বতী পূজার ছুটি সংশোধন করা হয়েছে।

আরো পড়ুন: সেই প্রাথমিক শিক্ষক জানালেন ‘ঘটনার পেছনের ঘটনা’

বলা হয়েছে, ছুটির তালিকায় ২৯ জানুয়ারি সরস্বতী পূজার ছুটি নির্ধারণ করা থাকলেও সেটি ৩০ জানুয়ারি হওয়ায় নতুন করে ছুটির দিন সংশোধন করা হয়েছে।

আরো পড়ুন: প্রাথমিক শিক্ষকদের হাতের মুঠোয় রাখেন টিটু!

উল্লেখ্য, এর আগে পূজার কারণে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পুননির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে নির্বাচনের তারিখ ৩০শে জানুয়ারির বদলে পহেলা ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন: প্রাথমিক শিক্ষকদের পেনশন নিয়ে সুখবর!

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত