ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ভালোবাসা দিবসে প্রেমবঞ্চিতদের সমাবেশ

  রাবি প্রতিনিধি

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫২  
আপডেট :
 ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৩

ভালোবাসা দিবসে প্রেমবঞ্চিতদের সমাবেশ

বিশ্ব ভালোবাসা দিবসে প্রতিবাদী র‍্যালি ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেমবঞ্চিত সংঘ। শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রেমবঞ্চিত চত্বরে ব্যতিক্রমী এই কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় তাদের স্লোগান দিতে দেখা যায়, 'তুমি কে আমি কে- বঞ্চিত..বঞ্চিত'; 'কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না'; 'দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়'; 'দুনিয়ায় ভণ্ড প্রেমিক, হুশিয়ার সাবধান'; 'যোগ্য পাত্র হারালে, কাঁদতে হবে আড়ালে'; 'প্রেমের নামে প্রহসন… চলবে না চলবে না।'

বিশ্ববিদ্যালয় প্রেমবঞ্চিত সংঘের সভাপতি নূরুল ইসলাম জিম ও সাধারণ সম্পাদক তন্ময় রশিদ সজীবের নেতৃত্বে এ সময় প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

সভাপতি নূরুল ইসলাম জিম বলেন, কিছু কিছু ছেলে-মেয়েরা একসঙ্গে তিন থেকে চারটি প্রেম করছে। এ জন্য প্রেমের বাজারে প্রেমিক-প্রেমিকা সংকট দেখা দিয়েছে। আমরা প্রেম থেকে বঞ্চিত হচ্ছি। আমরা দুনিয়ায় ভণ্ড প্রেমিক-প্রেমিকাদের হুশিয়ার করার জন্য ভালোবাসা দিবসে প্রতিবাদী র‍্যালি ও সমাবেশ করেছি।

এ ছাড়া আয়োজনের মধ্যে ছিল, গণস্বাক্ষর কর্মসূচি ও দরিদ্র-পথশিশুদের আহারের ব্যবস্থা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত