ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

শিক্ষার্থীদের জীবনব্যাপী শিখতে হবে: শিক্ষামন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪১

শিক্ষার্থীদের জীবনব্যাপী শিখতে হবে: শিক্ষামন্ত্রী

বিশ্ব খুবই দ্রুত পরিবর্তিত হচ্ছে। আজ যা জরুরি তা আগামী দিনে নাও দরকার হতে পারে। দেখা যেতে পারে সময়ের পরিবর্তনে নতুন দক্ষতার প্রয়োজন। তাই শিক্ষার্থীদের জীবনব্যাপী শিখতে হবে। তাদের জানতে হবে কিভাবে জীবনব্যাপী পরিবর্তনের মুখোমুখি হতে হয়।

রোববার বিকেলে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ মাঠে লালমাটিয়া কলেজের আয়োজনে কৃত্তি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীণবরণ অনুষ্ঠান ২০২০-এ প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীদের শিখতে হবে কিভাবে যোগাযোগ করতে হবে। কিভাবে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন বাস্তবায়নে কিভাবে ধৈর্য্য ধরে চেষ্টা করতে হয়। জানতে হবে সততা, মানবিকতা দেশপ্রেম।

কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মো: সাদেক খান, তথ্য কমিশনার সুরাইয়া বেগম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

  • সর্বশেষ
  • পঠিত