ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

শিক্ষকদের ‘তদারকি’ করতে প্রাথমিকে নতুন সিদ্ধান্ত

শিক্ষকদের ‘তদারকি’ করতে প্রাথমিকে নতুন সিদ্ধান্ত

সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে ব্যাপক উন্নয়ন করছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নজরদারি সবচেয়ে বেশি। এর ধারাবাহিকতায় শিক্ষার্থীদের হয়রানি, নিপীড়ন ও নির্যাতন রোধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা অভিযোগ বক্স প্রতি সপ্তাহে খুলে দেখতে হবে।

আরো পড়ুন: নিজের বিয়ের কার্ড দিতে গিয়ে প্রাথমিক শিক্ষিকার মৃত্যু

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এটি বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে (ডিপিই) তদারকি করতেও বলা হয়েছে।

এরইসঙ্গে সেখানে পাওয়া অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তাদের ব্যবস্থা নিতে হবে।

আরো পড়ুন: প্রাথমিকে নতুন বরাদ্দ!

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষার্থীদের নেগেটিভ হয়রানি, মানসিক ও শারীরিক নির্যাতন বন্ধে শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযোগ বক্স বসানো হয়েছে। হাইকোর্টের নির্দেশনার ভিত্তিতে এটি করা হয়।

আরো পড়ুন: প্রাথমিকে শিক্ষক নেই, ক্লাস নিচ্ছে ক্ষুদে শিক্ষার্থীরা!

আরো পড়ুন: প্রাথমিক সহকারী শিক্ষকদের ‘কষ্ট’ বাড়ছে

সমন্বয় সভা সূত্র জানায়, সব প্রাথমিক বিদ্যালয়ের অভিযোগ বক্স নিয়মিত খুলে, প্রাপ্ত অভিযোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বলতে হবে। শিক্ষার্থী-অভিভাবক বা অন্য কারও কোনো অভিযোগ পেলে সে বিষয়ে প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। এ জন্য প্রতি সপ্তাহের একদিন এ বক্স খুলে কোনো অভিযোগ রয়েছে কি না তা দেখতে হবে।

আরো পড়ুন: বেতন গ্রেডে প্রাথমিক শিক্ষকদের ব্যবধান কমছে

এ কার্যক্রম নিয়মিত ডিপিইকে মনিটরিং করতে সভায় সিদ্ধান্ত হয়।

  • সর্বশেষ
  • পঠিত