ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

ভাষা শহীদদের বদলে বীরশ্রেষ্ঠদের ছবি

  রাবি প্রতিনিধি

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৮  
আপডেট :
 ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪২

ভাষা শহীদদের বদলে বীরশ্রেষ্ঠদের ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পর এবার একুশে ফেব্রুয়ারির ব্যানারে ভাষা শহীদদের পরিবর্তে বীরশ্রেষ্ঠদের ছবি ব্যবহার করেছে ইতিহাস বিভাগ। ইতিহাস বিভাগের ব্যানারের বাম দিকে সাত জন বীরশ্রেষ্ঠর ছবি দেখা গেছে।

বিভাগ সূত্রে জানা গেছে, ২১ ফেব্রুয়ারি সকালে ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের সামনে থেকে ইতিহাস বিভাগের প্রভাতফেরি বের হয়। প্রভাতফেরিতে বিভাগের সভাপতি অধ্যাপক মর্ত্তুজা খালেদ, অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র, সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার, হেলাল উদ্দিনসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ব্যানারের বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক মর্ত্তুজা খালেদ বলেন, বিভাগের দুইজন ছাত্রীকে ব্যানারের দায়িত্ব দেওয়া হয়েছিল। ডিজাইনারের কারণে হয়ত এমনটি হয়েছে। তখন বিষয়টি আমাদের কারও চোখে পড়েনি।

এদিকে একই কারণে সমালোচনার মুখে পড়ে গতকাল রবিবার সংগীত বিভাগের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করে বিবৃতি দেওয়া হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত