ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

হঠাৎ দেশের সব প্রাথমিকে জরুরি নির্দেশনা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৬  
আপডেট :
 ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৫

হঠাৎ দেশের সব প্রাথমিকে জরুরি নির্দেশনা

করোনাভাইরাস নিয়ে দেশের সকল প্রাথমিক স্কুলে জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খান মো: নুরুল আমিন স্বাক্ষরিত একটি নির্দেশনাও জারি হয়।

আরো পড়ুন: কলেজ ছাত্রীকে নিজের গোপনাঙ্গের ছবি তুলে পাঠালেন শিক্ষক

করোনাভাইরাস সম্পর্কে সচেতনাত বৃদ্ধি প্রসঙ্গে বলা হয়েছে, উল্লেখিত বিষয় ও সূত্রের পরিপেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জানুয়ারি/২০২০ মাসিক সমন্বয় সভায় ১৮.৩ (২) নং অনুচ্ছেদের সিদ্ধান্ত মোতাবেক মাঠ পর্যায়ের সকল সমাবেশ ও সভায় এবং সারাদেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৈনিক সমাবেশ, শ্রেণিকক্ষে, উঠান বৈঠক. মা ও অভিভাবক সমাবেশের মাধ্যমে করোনাভাইরাস রোগের লক্ষণ সম্পর্কে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। কেউ যাতে অহেতুক গুজবে আতঙ্কিত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আরো পড়ুন: প্রাথমিকে ২৪ হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন

এছাড়া কোন ছাত্র-ছাত্রী/শিক্ষক করোনাভাইরাসের রোগী হিসেবে চিহ্নিত হলে তার চিকিৎসার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। বিষয়টি অতীব জরুরি।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত