ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১২  
আপডেট :
 ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৭

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

৫০ কিংবা তার কম শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয়সমূহের প্রতিবেদন উপজেলাভিত্তিক তালিকা করে যে বিদ্যালয়ের সাথে মার্জ করা যায় সে বিদ্যালয়ের নাম উল্লেখ করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক সুনির্দিষ্ট প্রস্তাব আগামী ১৫ মার্চের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর পুনরায় সফট কপি প্রেরণের নির্দেশ প্রদান করা হয়েছে।

আরো পড়ুন: শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নীতিমালা চূড়ান্ত​

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ নির্দেশ প্রদান করে। বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ৫০ কিংবা তার কম শিক্ষার্থীবিশিষ্ট বিদ্যালয়ের বাস্তব চিত্রের প্রতিবেদন সংক্রান্ত একটি পত্র প্রেরণ করা হয়েছে। প্রেরিত পত্রের প্রেক্ষিতে প্রাপ্ত তথ্য এবং এপিএসসি ২০১৮ এর তথ্যের মধ্যে অসামঞ্জস্য পরিলক্ষিত হয়। এরই প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ তথ্য চেয়েছে।

আরো পড়ুন: একাদশে ভর্তি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত