ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৬ মিনিট আগে
শিরোনাম

রাবিতে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, বহিষ্কার ১

  রাবি প্রতিনিধি

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:১০

রাবিতে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, বহিষ্কার ১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিম্নমান সহকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে একজনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জালিয়াতির প্রমাণ পাওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ে কুদরত-ই খুদা ভবনের ৪১২ নম্বর কক্ষে পরীক্ষা অসদুপায় অবলম্বনের সময় হাতেনাতে আটক করে কেন্দ্র পরিদর্শক।

অভিযুক্ত মো. আশিকুর রহমান রাজশাহীর ভদ্রা এলাকার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের নিম্ন্নমান সহকারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

কক্ষে দায়িত্বরত পরিদর্শক বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রভাষক আব্দুল মালেক জানান, পরীক্ষা চলাকালীন আশিকুর রহমানকে ফোনে উত্তরপত্রসহ হাতেনাতে আটক করা হয়। তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। পরে তাকে প্রক্টর দপ্তরে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, পরীক্ষা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তাই ভবিষ্যতে এ ধরনের অপকর্মসহ কোন দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না- এই শর্তে তার বাবার উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত