ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

সরকারি হচ্ছে প্রাথমিকের নতুন-পুরাতন আরও স্কুল!

  রংপুর প্রতিনিধি

প্রকাশ : ০২ মার্চ ২০২০, ১০:২৬  
আপডেট :
 ০২ মার্চ ২০২০, ১০:৩৪

সরকারি হচ্ছে প্রাথমিকের নতুন-পুরাতন আরও স্কুল!

দেশের কিছু প্রাথমিক বিদ্যালয় আছে যেগুলো তৈরি করেই সুযোগে রাতারাতি সরকারি হয়ে গেছে সেই স্কুল গুলোর খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

গত শনিবার রংপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

আরো পড়ুন: ২৯ জেলা ব্যতীত বাকিগুলোতে নিয়োগ পাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা​

প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে দেশে প্রাথমিকে ২৬ হাজার স্কুল সরকারি করা হয়েছে। দেশের অনেকেই আছেন সুযোগ সন্ধানী। যারা এই সুযোগে রাতারাতি কিছু স্কুল গড়ে তুলে সরকারি করে নিয়েছেন। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ২৬ বছর আগে প্রতিষ্ঠিত হয়েও সরকারি তালিকাভুক্ত হতে পারেনি যেসব স্কুল, সেগুলোর কারণও খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

‘এমনকি পুরাতনগুলোর সঙ্গে নতুন আরও কিছু প্রাথমিক বিদ্যালয় সরকারি তালিকাভুক্ত করারও উদ্যোগ নেয়া হচ্ছে’ বলেও জানান গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

আরো পড়ুন: তদবির ছাড়াই সারা বছর বদলি হতে পারবেন প্রাথমিকের শিক্ষকরা​

তিনি আরো বলেন, ‘সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের সংখ্যা বৃদ্ধিসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ইংরেজি ও গণিত শিক্ষার ওপর জোর দেয়া হচ্ছে।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু এদেশকে সোনার বাংলা হিসেবে গড়তে সময় পেয়েছিলেন মাত্র সাড়ে ৩ বছর। এই অল্প সময়ে বঙ্গবন্ধু উপলব্দি করতে পেরেছিলেন বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়তে মানব সম্পদকে প্রকৃত সম্পদে পরিণত করতে হবে।’

আরো পড়ুন: অবশেষে আরও ১২ জেলায় নিয়োগ পাচ্ছেন শিক্ষকরা​

এর আগে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে পিটিআই এর ডিপিএড ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম ও দ্বিতীয় শিফট কোর্সের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে পিটিআই রংপুর সুপারেন্ডেন্ট খন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহম্মেদ, সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত