ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

দাবিতে শিক্ষক সমিতির কর্মসূচি

মুজিববর্ষেই এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ!

মুজিববর্ষেই এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ!

মুজিববর্ষেই এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান একসাথে জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। আগামীকাল (সোমবার) এ দাবিতে সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির পালন করা হবে।

গত মাসে তারা এ দাবিতে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি এবং বাশিসের মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্স বলেন, শিক্ষকদের বেতন বৈষম্য আকাশ ছোঁয়া। আর এ বেতন বৈষম্যের করণেই শিক্ষার মান উন্নয়ন বাঁধাগ্রস্ত হচ্ছে। ১০০০ টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা, ২৫% ঈদ বোনাস যা ১৬ বছরেও পরিবর্তন হয়নি। সারাজীবনের একটিমাত্র টাইমস্কেলের পরিবর্তে উচ্চতর গ্রেড প্রদান এখনো শুরু হয়নি বলে শিক্ষক সমাজে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষকদের ঐচ্ছিক/বিভাগীয় বদলী আজও চালু হয়নি, শিক্ষকদের বেতন থেকে শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে অতিরিক্ত ৪% কর্তন অব্যাহত আছে। তাই মুজিববর্ষেই এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান একসাথে জাতীয়করণ ঘোষণার জোর দাবী জানান শিক্ষক নেতৃবৃন্দ।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন শিক্ষক নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা সাঈদুল হোসেন সাহেদ এবং সভাপতিত্ব করবেন বাশিসের সভাপতি মো.নজরুল ইসলাম রনি।

এছাড়া আরো উপস্থিত থাকবেন- বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মোহসিন আলী, সহ-সভাপতি মো. মিজানুর রহমান, কেন্দ্রীয় মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্স, সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. আবুল হোসেন, অধ্যক্ষ মোস্তফা জামান রানা, সহ-মহাসচিব মো. মনছুর ইকবাল, মো. মাইনুল ইসলাম, লিয়াঁজো ফোরামের উপদেষ্টা মো. ফিরুজ আহমেদ, উপদেষ্টা মো. ফারুক খান, জোট নেতা মোঃ অলি আজাদ, বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি মো. আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সচিব মোঃ আব্বাস উদ্দিন ও মো. মাসুদ রানা, বাশিসের কেন্দ্রীয় দপ্তর সচিব মো. সাইফুল ইসলাম, প্রচার সচিব এবি সিদ্দিক, প্রেসিডিয়াম সদস্য মো. তোফাজ্জল হোসেনসহ বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ।

  • সর্বশেষ
  • পঠিত