ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব

‘বন্ধ’ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, করোনাভাইরাস সম্পর্কে আইইডিসিআর মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পরিস্থিত এখনও তৈরি হয়নি। সোমবার বিকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ১৫৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অন্যদিকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের। বন্ধের পরিস্থিতি তৈরি হলে মন্ত্রণালয়ই সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে সিদ্ধান্ত অবশ্যই সময়মতো শিক্ষা মন্ত্রণালয়ই জানাবে। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

করোনা ভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তি শনাক্তের পর স্বাভাবিকভাবেই সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অভিভাবকরা দাবি তুলেছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার। এ বিষয়ে সকালে দৈনিক শিক্ষার পক্ষ থেকে জানতে চাওয়া হলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মতো এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে এখনই তারা কিছু ভাবছেন না। তিনি বলেছেন, ‘আমরা সব ধরনের সতকর্তামূলক ব্যবস্থা গ্রহণ করব, তবে এখনই প্রাথমিক স্কুল বন্ধের কথা ভাবছি না’।

এদিকে , প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, করোনার বিস্তার রোধে এখনই স্কুল ছুটি দেয়ার প্রয়োজন নেই। সরকারের নির্দেশ অনুযায়ী পরিস্কার পরিচ্ছন্নতার দিকে সবাইকে নজর দিতে তাগিদ দেন তিনি। দেশে করোনা আক্রান্ত ৩ ব্যক্তি শনাক্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে, এই পরিস্থিতিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা প্রয়োজন আছে কী না, এক আইনজীবীর প্রশ্নের উত্তরে প্রধান বিচারপতি এ কথা বলেন। সেইসঙ্গে বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্তের খবরে উদ্বেগও জানিয়েছেন সৈয়দ মাহমুদ হোসেন।

প্রধান বিচারপতি বলেছেন, এ ভাইরাস প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। খাওয়ার আগে পরে হাত ধোয়া, হাচি কাশি থেকে দূরে থাকতে হবে। যথা সম্ভব বেশি জনসমাগম এড়িয়ে চলতে হবে। এছাড়া আদালতে ভীড় ঠেকাতে কি করা প্রয়োজন সে বিষয়ে সিনিয়র আইনজীবীদের পরামর্শ চেয়েছেন প্রধান বিচারপতি।

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত