ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

করোনা আতঙ্ক: যে কার্যক্রম স্থগিত করল মাউশি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ মার্চ ২০২০, ১১:২৩  
আপডেট :
 ১০ মার্চ ২০২০, ১৭:৩৭

করোনা আতঙ্ক: যে কার্যক্রম স্থগিত করল মাউশি

‘করোনাভাইরাস আতঙ্কে’ জাতীয় শিক্ষা সপ্তাহ স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার থেকে জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু হওয়ার কথা থাকলেও তা স্থাগিত করা হয়েছে।

সোমবার রাজধানীর এক অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ কথা জানান।

তিনি বলেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতা বাড়াতে কাজ করবে মাউশি অধিদপ্তর। শিগগিরই এ ব্যাপারে একটি সার্কুলার জারি করা হবে। সে অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চলতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলাসহ নানা ব্যাপারে সচেতন করবেন শিক্ষকরা।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর আহাম্মেদ সাজ্জাদ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক প্রমুখ।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত