ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিকে নতুন বাজেট প্রকাশ!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ মার্চ ২০২০, ১২:০২

প্রাথমিকে নতুন বাজেট প্রকাশ!

২০১৯-২০২০ অর্থবছরে অনুষ্ঠেয় বিষয়ভিত্তিক (বাংলা দ্বিতীয়পত্র পর্যায়) ছয় দিন মেয়াদের প্রশিক্ষণের বাজেট বিভাজন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ বাজেট প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, এই প্রশিক্ষণে বাংলা বিষয়ে পাঠদানকারী প্রতি ব্যাচে ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করবেন। দেশের ৪৩৬ টি ইউআরসি/টিআরসিতে আগামী ১৪ মার্চ (শনিবার) থেকে প্রশিক্ষণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

১০১০ ব্যাচে ৬ দিনে মোট ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ৮০০ টাকা। প্রতি ব্যাচে ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৪৭ হাজার ৯৮০টাকা। একজন কোর্স কো অর্ডিনেটরের সম্মানী প্রতিদিন ৬০০ টাকা এবং একজন প্রশিক্ষকের প্রতিদেনর সম্মানী ধরা হয়েছে ৮০০ টাকা।

প্রতিজন অংশগ্রহণকারীর সম্মানী ৫০০ টাকা, খাবার ভাতা ২৮০ টাকা, কিট ভ্যাগ ৫০০ টাকা, অংশগ্রহণকারীর কোর্স ম্যাটেরিয়ালস ১০০ টাকা, সাপোর্ট সার্ভিস ভাতা ২ জন ২০০ টাকা করে ৬ দিন, প্রশাসনিক ব্যয় ২৫০০ টাকা, উপজেলা শিক্ষা কমকর্তার ১ দিনের সম্মানী ও খাবার ভাতা ১০৮০ টাকা, প্রশিক্ষক ও অংশগ্রহণকারীর যাতায়াত ভাতা ধরা হয়েছে ৬৫০০০ টাকা।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত