ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিকে ৮ দিন সময় দিয়ে জরুরি নির্দেশনা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ মার্চ ২০২০, ০৯:০৫  
আপডেট :
 ১৩ মার্চ ২০২০, ০৯:০৭

প্রাথমিকে ৮ দিন সময় দিয়ে জরুরি নির্দেশনা

উপজেলা ও বিদ্যালয়ভিত্তিক ছাত্র-ছাত্রীদের তথ্য প্রেরণ নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি মোঃ আব্দুল মান্নান সাক্ষারিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে- দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পটি সরকারের একটি অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্প। মাঠ পর্যায়ে নিরবচ্ছিন্ন মনিটরিং প্রকল্পের ইতিবাচক অগ্রগতিকে ত্বরান্বিত করেছে। প্রকল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে বলে প্রকল্প কার্যালয় মনে করে।

এতে আরও বলা হয়েছে, প্রকল্পের আওতায় বিষ্কুট বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে চলমান রাখার স্বার্থে প্রকল্পের আওতাভুক্ত উপজেলার বিদ্যালয়সমূহে ২০২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের প্রকৃত সংখ্যা জানা প্রয়োজন। এ জন্য গত ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখ পর্যন্ত বিদ্যালয়সমূহে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদরে প্রকৃত সংখ্যা এতদসঙ্গে সংযু্ক্ত ছক ১ ও ২ পূরণ পূর্বক উপজেলা ভিত্তিক প্রতিবেদন তার প্রত্যয়নসহ আগামী ২০ মার্চ ২০২০ তারিখের মধ্যে (হার্ড ও সফট কপি) প্রকল্প কার্যালয়ে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত