ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

  রাবি প্রতিনিধি

প্রকাশ : ১৬ মার্চ ২০২০, ১৫:২৫  
আপডেট :
 ১৬ মার্চ ২০২০, ১৫:২৮

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাস পরীক্ষাসহ আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রভাষ কুমার কর্মকার জানান, সারা বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বাংলাদেশেও শনাক্ত হয়েছে এই ভাইরাস। তাই করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস পরীক্ষাসহ আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধের ব্যাপারে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত