ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

করোনা প্রতিরোধে একদিনের বেতন দান করলেন আইইউবিএটির ফ্যাকাল্টি-অফিসার্স-স্টাফ

করোনা প্রতিরোধে একদিনের বেতন দান করলেন আইইউবিএটির ফ্যাকাল্টি-অফিসার্স-স্টাফ

পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশেও হানা দিয়েছে নোবেল করোনাভাইরাস। দেশের এমন দুঃসময়ে এগিয়ে এসেছে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) ফ্যাকাল্টি, অফিসার্স এবং স্টাফগণ। তারা প্রত্যেকে দান করছেন তাদের একদিনের বেতন।

শনিবার (২৮ মার্চ) প্রতিষ্ঠানটির উপ-পরিচালক (জনসংযোগ) মো. আল আমীন সিকদার শিহাবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবতার কাজে সর্বদাই নিবেদিত আইইউবিএটি পরিবার। এই সংকটকালে দেশের জন্য কিছু করতে পারায় ফ্যাকাল্টি, অফিসার্স স্টাফগণ গর্বিত।

উল্লেখ্য, শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আইইউবিএটি প্রতিষ্ঠা করে, যা উচ্চ শিক্ষার মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ঢাকার উত্তরায় ১০ নম্বর সেক্টরে ২০ বিঘা জমিতে মনোরম পরিবেশে নিজস্ব স্থায়ী ও সবুজ ক্যাম্পাসে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত