ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

করোনা প্রাদুর্ভাবে ছুটি বাড়াল ইবি

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১৭:৫১

করোনা প্রাদুর্ভাবে ছুটি বাড়াল ইবি

করোনা প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ৯ এপ্রিল পর্যন্ত ছুটি বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি সিদ্ধান্তের আলোকে গত ১৮ মার্চ হতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও হলসমূহ ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। পরে ২১ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৪৯তম জরুরি সিদ্ধান্ত অনুযায়ী ২২ মার্চ হতে ৩১ মার্চ পর্যন্ত অফিসসমূহ বন্ধ ঘোষণা করে।

এছাড়াও করোনা প্রতিরোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে করোনা প্রতিরোধ সেল গঠন করা হয়েছে। এ সেলের আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন এর তত্ত্বাবধানে ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় ফ্রি মাস্ক, জীবাণুনাশক স্প্রে ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত