ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৭ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিকসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ঈদ পর্যন্ত বন্ধ প্রসঙ্গে মুখ খুললেন শিক্ষা উপমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২০, ১৬:১১

প্রাথমিকসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ঈদ পর্যন্ত বন্ধ প্রসঙ্গে মুখ খুললেন শিক্ষা উপমন্ত্রী

করোনাভাইরাসের প্রকোপের কারণে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ছে। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল খোদ বিষয়টি নিশ্চিত করেছেন বলেই সংবাদ প্রচার হয়। তবে বিষয়টি নাকচ করে দিয়ে শিক্ষা উপমন্ত্রী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। বাংলাদেশ জার্নাল এর পাঠকদের জন্য তার সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো।

শিক্ষা উপমন্ত্রী লিখেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। সরকার নির্দেশিত ছুটি এখনও চলছে। দয়া করে বিভ্রান্ত হবেন না, অনুমান নির্ভর তথ্যে বিশ্বাস করবেননা। শিক্ষা প্রতিষ্ঠান খোলা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত আমরা আনুষ্ঠানিকভাবেই জানাবো।

এদিকে মঙ্গলবার প্রচারিত সংবাদে বলা হয়েছিলো, রমজান মাস শুরুর আগের দিন পর্যন্ত (চাঁদ দেখা সাপেক্ষে রমজান শুরু ২৫ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হবে। ফলে এর সঙ্গে যুক্ত হবে পবিত্র রমজানের ছুটি। সব মিলিয়ে ঈদের ছুটি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও একই সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত