ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

করোনার ছুটিতেই প্রাথমিকে বড় অঙ্কের সরকারি বরাদ্দ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২০, ১৫:১৬  
আপডেট :
 ১৯ মে ২০২০, ১৫:৩০

করোনার ছুটিতেই প্রাথমিকে বড় অঙ্কের সরকারি বরাদ্দ
ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে সরকার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে না বলে জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন: যেসব সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল​

এদিকে বর্তমান বিপর্যস্তের মধ্যেই বাংলাদেশের শিক্ষাখাতে ৪২৮ কোটি টাকা (৪৬.১২ মিলিয়ন ইউরো) সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই টাকা দেশের শিক্ষাখাত সংস্কার কার্যক্রমের জন্য ব্যবহার করা হবে।

আরো পড়ুন: ছুটির মধ্যেও প্রাথমিকসহ যেসব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ​

মঙ্গলবার ঢাকার ইইউ অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ করে এই অর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষায় ব্যয় করার কথা। একইসঙ্গে এই অর্থ বাংলাদেশের শিক্ষাখাত শক্তিশালী ও দক্ষতা উন্নয়নের জন্যও কাজে লাগাতে বলা হয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২১’ এর কর্মসূচির আওতায় এই অর্থ সহায়তা দেয়া হয়েছে।

আরো পড়ুন: ছুটির মধ্যে প্রাথমিক শিক্ষকদের জন্য জরুরি নির্দেশ​

টেকসই উন্নয়নের লক্ষ্যে মানব উন্নয়ন, দারিদ্র ও অসমতা বিমোচনে বাংলাদেশ সরকারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইইউ এই সহায়তা দিয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওয়াই

  • সর্বশেষ
  • পঠিত