ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

রাজশাহী ও সিলেট বিভাগের পাসের হার ও জিপিএ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২০, ১১:০৮  
আপডেট :
 ৩১ মে ২০২০, ১১:১৬

রাজশাহী ও সিলেট বিভাগের পাসের হার ও  জিপিএ
ফাইল ছবি

আনুষ্ঠানিকভাবে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরীক্ষার্থীরা ফল জানতে পারবে বেলা ১১টা থেকেই। আজ ৩১ মে সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুর ১১টার পর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে ফল জানতে পারবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের জন্য ফল প্রকাশের পরদিন সোমবার স্কুলে ফলাফল পাঠানো হবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সম্পূর্ণ বক্তব্য ধারণ করবে। নিউজ ও ফুটেজ সকল ইলেক্টনিক মিডিয়ায় প্রেরণ করা হবে। ফুটেজ ও প্রাসঙ্গিক ডকুমেন্টস ইমেইল, মেজেঞ্জার ও উইট্রান্সফারে ও প্রেরণ করা হবে। পাশাপাশি ফেইসবুকে লাইভ করা হবে। কমেন্ট অপশনে গিয়ে যে কেউ প্রশ্ন করতে পারবেন। বক্তব্য শেষে জবাব দেয়া হবে।

এদিকে প্রাপ্ত ফলে দেখা যায়, রাজশাহী বোর্ডে পাসের হার ৯০.৩৭, জিপিএ-ফাইভ ২৬,১৬৭ এবং সিলেট বোর্ডে পাসের হার ৭৮.৭৯, জিপিএ-ফাইভ ৪,২৬৩।

বাংলাদেশ জার্নালে আরো পড়ুন:

> এসএসসি পরীক্ষার ফল ঘোষণা

> এসএসসির ফল প্রকাশের ব্রিফিংয়ের সময় পরিবর্তন

> এসএসসির ফল ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

> যারা নিবন্ধন করেনি তারা এসএসসির ফল পাবেন যেভাবে

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থীর। এরমধ্যে ছাত্র ১০ লাখ ২৪ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন। ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থীর মধ্যে শুধু এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ২২ হাজার ১৬৮ জন। এরমধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৬ হাজার ৭২১ জন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়তে পারেন

> ৬৬ দিন ছুটি শেষে আজ থেকে সরব দেশ

> এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

> কয়েক বছরের নিয়ম ভেঙে এবারের এসএসসির ফল
  • সর্বশেষ
  • পঠিত