ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে যা বললো ডিপিই

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ জুন ২০২০, ১৭:১৪

প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে যা বললো ডিপিই

করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হবে না। পরিস্থিতি বিবেচনায় প্রাথমিকের ছুটি আরও বাড়বে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক মো. ফসিউল্লাহ।

মঙ্গলবার বিকালে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

ফসিউল্লাহ বলেন, চলমান করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে ভয়াবহ হয়ে উঠছে। যদিও শিক্ষা মন্ত্রণালয় অফিসের কাজ করার জন্য শিক্ষা-প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে ছুটি আরো বাড়বে।

তিনি বলেন, আমাদের বিদ্যালয়গুলোতে তেমন কোন প্রশাসনিক কাজ নেই। যে কাজগুলো আছে সেগুলো শিক্ষকরা বাসা থেকেই করছেন। এছাড়া বিদ্যালয়ে জরুরি কোন কাজ থাকলে সেটি প্রধান শিক্ষক এবং পিয়ন গিয়ে সেরে আসছেন। নতুন করে বিদ্যালয় খোলার ঘোষণা দিয়ে শিক্ষকদের বিপদে ফেলতে চাই না।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত