প্রকাশ : ৩০ জুন ২০২০, ১৯:৫২
১৬তম শিক্ষক নিবন্ধন নিয়ে বিরাট সুখবর
১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সুখবর দিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মু: আ: আউয়াল হাওলাদার।
|আরো খবর
মঙ্গলবার একটি গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
হাওলাদার বলেন, করোনার এই সময়েও আমরা ঘরে বসে নেই। জীবনের ঝুঁকি নিয়ে আমরা ফল প্রকাশের কাজ করে যাচ্ছি। লিখিত পরীক্ষার ফলাফল প্রস্তুতের কাজের অনেক অগ্রগতি গতি হয়েছে। আমরা শিগগিরই ফল প্রকাশ করবো।
‘আমরাও চাই দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করতে। ফল প্রকাশের নির্দিষ্ট কোন তারিখ আপাতত বলতে পারছি না। তবে আগস্টের মধ্যেই আমরা ফল প্রকাশের চেষ্টা করবো।’
ফল প্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, যারা লিখিত পরীক্ষা দিয়েছেন তাদেরকে বলব আপনারা আর কিছুদিন ধৈর্য ধরুন। আমরা দ্রুতই ফল প্রকাশ করব। এ সময় তিনি ফল প্রকাশ সম্পর্কিত নির্দিষ্ট তথ্য জানতে জুলাই মাসের প্রথম সপ্তাহে খোঁজ নিতে বলেন।
আরএ