ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

অবশেষে পদোন্নতি নিয়ে বিরাট সুখবর দিলো ডিপিই

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ জুলাই ২০২০, ১৮:৫৪

অবশেষে পদোন্নতি নিয়ে বিরাট সুখবর দিলো ডিপিই

প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবের মধ্যে বিরাট সুখবর দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (ডিপিই)। জানা গেছে, প্রতিটি পিটিআইয়ের জন্য আরও একজন করে সহকারী সুপার পদ সৃষ্টির প্রস্তাব সচিব কমিটিতে অনুমোদন পেয়েছে। পিটিআই ইন্সট্রাক্টররা এ পদে পদোন্নতি পাবেন। যার ফলে পিটিআই ইন্সট্রাক্টরদের পদোন্নতির পথ আরও সুগম হল।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন।

সচিব বলেন, পিটিআইগুলোতে আরও একজন সহকারী সুপারের পদ সৃষ্টির প্রস্তাব আজ সচিব কমিটিতে অনুমোদন হয়েছে। এ পদে পিটিআই ইন্সট্রাক্টরদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেয়া হবে। ফলে, পিটিআইগুলোতে কর্মরত ইন্সট্রাক্টরদের পদোন্নতির সুযোগ আরেক দফা বাড়ল।

যদিও পিটিআইগুলোতে একজন করে সহকারী সুপারের পদ আগে থেকেই ছিল। কিন্তু প্রতিষ্ঠানগুলোর কর্মক্ষমতা বৃদ্ধির জন্য আরও একজন সহকারী সুপারের পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছিল।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত