ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

মাত্র ১ লাখ টাকা বাঁচাতে পারে জবি ছাত্র মোয়াজ্জেমকে

  জবি প্রতিনিধি

প্রকাশ : ০৩ জুলাই ২০২০, ২০:১৮

মাত্র ১ লাখ টাকা বাঁচাতে পারে জবি ছাত্র মোয়াজ্জেমকে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর ৯ম ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন বাঁচতে চায়। তিনি 'The Recurrent Pancreas and Gallbladder Sludge' নামক রোগে আক্রান্ত।

জানা যায়, মোয়াজ্জেম হোসেনের বাবা বেঁচে নেই। দীর্ঘদিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন। তার চিকিৎসার জন্য প্রয়োজন ২ লাখ টাকা। ১ লাখ টাকা যোগাড় করেছেন অনেক কষ্টে।

ডাক্তার জানিয়েছে, এই রোগটির জন্য অপারেশন করা ছাড়া কোন সমাধান সম্ভব নয়। এই অপারেশনের জন্যে প্রয়োজন হবে দুই লাখ টাকা।

মোয়াজ্জেম হোসেন জানান, দীর্ঘদিন এটির চিকিৎসার জন্যে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। পরিবারের যা সম্বল ছিল সেটাও প্রায় শেষ। তবুও নানান জায়গা থেকে ১ লাখ টাকা যোগাড় করতে পেরেছি। প্রয়োজন আরো এক লাখ টাকা।

তিনি জানান, এ অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় ও সমাজের বিত্তশালীদের সাহায্য ছাড়া আমার চিকিৎসা করানো সম্ভব না। এখন আপনাদের সাহায্যই আমার চিকিৎসার শেষ ভরসা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত