ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিক শিক্ষকদের কঠোর হুঁশিয়ারি ডিপিই’র

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২০, ১০:১৭

প্রাথমিক শিক্ষকদের কঠোর হুঁশিয়ারি ডিপিই’র

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়, প্রতি বছর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে মাঠ পর্যায়ে বিষয়ভিত্তিক প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে। প্রশিক্ষণ সমূহে একই ব্যক্তি একই প্রশিক্ষণে একাধিকবার অংশ নেওয়ার অভিযোগ উঠেছে, যা উদ্বেগজনক। এমতাবস্থায়, একই বিষয়ে একই ব্যক্তিকে একাধিকবার প্রশিক্ষণ নেওয়া থেকে থেকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পিটিআই সুপারিন্টেন্ডেন্টদের নির্দেশ দেওয়া হয়।

আদেশে আরও বলা হয়, তথ্য গোপান করে প্রশিক্ষণ গ্রহণ করলে এবং তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নজরে আসলে সংশ্লিষ্ট অভিযুক্তদের নিকট থেকে প্রশিক্ষণের অর্থ আদায়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত