ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

সেপ্টেম্বরে স্কুল খুললে ডিসেম্বরেই পরীক্ষা: গণশিক্ষা প্রতিমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২০, ১৫:৪৫

সেপ্টেম্বরে স্কুল খুললে ডিসেম্বরেই পরীক্ষা: গণশিক্ষা প্রতিমন্ত্রী

করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছেন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই বলে জানা গেছে।

যদি আগামী সেপ্টেম্বরের মধ্যে স্কুল খোলা সম্ভব হয় তাহলে ডিসেম্বরের মধ্যেই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা শেষ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

সোমবার শিক্ষা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত ‘করোনাকালে প্রাথমিক শিক্ষায় চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন প্রতিমন্ত্রী।

মো. জাকির হোসেন বলেন, যদি সেপ্টেম্বরে স্কুল খোলা সম্ভব না হয় তাহলে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাবর্ষে উন্নীত করা হবে। তবে উভয় পরিকল্পনার জন্যই সংশোধিত সিলেবাস তৈরির কাজ করছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত