ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

চবি উপাচার্যের স্বামী আর নেই

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২০, ১২:০৯  
আপডেট :
 ২৯ জুলাই ২০২০, ১২:১৪

চবি উপাচার্যের স্বামী আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের স্বামী মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। এছাড়া তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পারিবার সূত্র জানায়, এর আগে গত ১৩ জুলাই তিনি করোনায় আক্রান্ত হন। এসময় তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরবর্তীতে ১ সপ্তাহ পর তিনি করোনামুক্ত হন। এরপর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এছাড়া ১০ বছর আগে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এতে তার একটি কিডনি নষ্ট হয়ে যায়। পাশাপাশি তিনি বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন।

জানা গেছে, বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম ক্যান্টনমেন্টে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জোহরের নামাজের পর নগরীর গরিবুল্লাহ শাহ এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে সেখানে দাফন করা হবে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত