ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

সাধারণ শিক্ষা ক্যাডারের ৬০৯ জনকে অধ্যাপক পদে পদোন্নতি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২০, ১৮:৫০

সাধারণ শিক্ষা ক্যাডারের ৬০৯ জনকে অধ্যাপক পদে পদোন্নতি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪, ১৫ এবং ১৬তম ব্যাচের ৬০৯ জন কর্মকর্তাকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার। তারা সহযোগী অধ্যাপক থেকে পদোন্নতি পেয়েছেন। তবে দুইজন লিয়েনে থাকায় তাদের যোগদান সাপেক্ষে পদোন্নতি কার্যকর হবে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন...

এর আগে ২৬ জুলাই বিকেলে কমিটির সভায় এ কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টি চূড়ান্ত করা হয়। কিছু ভুল থাকায় তা সংশোধন করে আজ অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্তদের সরকারি আদেশ জারি করা হলো। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, এসব কর্মকর্তাকে অনলাইনে যোগদান করতে হবে। তাদের যোগদানের বিস্তারিত তথ্য দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। তারা নিজ নিজ কর্মস্থলে ইনসিটু কর্মকর্তা হিসেবে কর্মরত থাকবেন।

পদোন্নতিপ্রাপ্তদের আদেশটি দেখতে এখানে ক্লিক করুন...

বাংলাদেশ জার্নাল/এইচকে/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত