ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

গণশিক্ষা সচিবের চাকরির মেয়াদ বৃদ্ধি চান প্রাথমিক শিক্ষকরা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ আগস্ট ২০২০, ১৫:০৩  
আপডেট :
 ০২ আগস্ট ২০২০, ১৫:৩০

গণশিক্ষা সচিবের চাকরির মেয়াদ বৃদ্ধি চান প্রাথমিক শিক্ষকরা

মো. আকরাম-আল-হোসেন। যিনি বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। যার কার্যকাল শেষ হবে চলতি বছরের ৩১ অক্টোবর।

এদিকে, চাকরির সময়কাল শেষ হলেও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ সিনিয়র সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বা চাকরির মেয়াদ বৃদ্ধি চান সারা দেশের প্রাথমিক শিক্ষকরা।

প্রাথমিক শিক্ষার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার স্বার্থে তারা (প্রাথমিক শিক্ষকরা) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ফেসবুক গ্রুপ পিটিজি’র (প্রাইমারি টিচার গিল্ড) অ্যাডমিন ও নালিতাবাড়ি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বাংলাদেশ জার্নালকে বলেন, ‘অতীতে আরো গণশিক্ষা সচিব এসেছেন, কাজ করেছেন কিন্তু জনাব আকরাম আল হোসেন’র মত শিক্ষকদের অতি নিকটে কেউ পৌঁছাতে পারেননি। তিনি শিক্ষকদের সুখ, দুঃখ নিজে শুনেছেন প্রতিকার করার চেষ্টা করেছেন।’

তিনি আরো বলেন, ‘আমাদের প্রাথমিক শিক্ষকদের যে অসমাপ্ত কাজগুলো রয়েছে আমি মনে করি মেয়াদ বৃদ্ধি করলে তিনি কাজগুলো সম্পন্ন করতে পারতেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।’

এ বিষয়ে বাংলা‌দেশ সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয় সহকারী শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক ও হিন্দা সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ মাহবুবর রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, ‘আমাদের সচিব মহোদয় শিক্ষক বান্ধব, তিনিই প্রথম শিক্ষকদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছেন। আমাদের যেকোনো সমস্যা তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন জেলা, উপজেলা শিক্ষা কর্মকর্তাদের। করোনাকালীন দেশে কাজের গতি সীমিত হবার দরূণ এর প্রভাব প্রাথমিক শিক্ষাতেও পড়েছে। যদি বর্তমান সচিবের চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪১ সালের সুখী ও সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে যথাযথ ভূমিকা রাখবে বলে মনে করি।’

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ মে থেকে ২০১৮ পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেছেন আকরাম আল হোসেন। এরপর তিনি ভারপ্রাপ্ত সচিব পদে নিযুক্ত হন ও ৯ মে ২০১৮ হতে ২৩ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সবশেষ ২০২০ সালের ৫ জুলাই বাংলাদেশ সরকার আকরাম আল হোসেন কে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি প্রদান করে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত