ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে নতুন আদেশ জারি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২০, ১৬:৫৪

যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে নতুন আদেশ জারি

করোনাভাইরাস সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে দেশের সব মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান ৩১ আগস্ট পর্যন্ত বন্ধের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশের সব মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে এ সময় শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থান অবস্থান করবে।

আদেশে আরো বলা হয়, শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়ে অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে তদারকি করবে।

উল্লেখ্য, গত ১৭ মার্চ থেকে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষায় সব স্কুল-কলেজ-মাদরাসায়, বিশ্ববিদ্যালয় এবং কারিগরি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একই সাথে বন্ধ রয়েছে সব কোচিং সেন্টার।

আরও পড়ুন:

৯ আগস্ট থেকে শুরু হচ্ছে যাদের শিক্ষা কার্যক্রম, বিজ্ঞপ্তি জারি

সেপ্টেম্বরে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান!

গণপরিবহনসহ যেসব বিষয়ে নতুন আদেশ

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত