ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিক শিক্ষকদের বদলি দিয়ে নতুন যে সিদ্ধান্ত আসছে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২০, ১৭:১৪  
আপডেট :
 ০৬ আগস্ট ২০২০, ২২:৪৪

প্রাথমিক শিক্ষকদের বদলি দিয়ে নতুন যে সিদ্ধান্ত আসছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল হোসেন জানিয়েছেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের চাকরি বদলিযোগ্য করা হবে। তাদের ৩ বছর অথবা ৫ বছর পরপর এক স্কুল থেকে আরেক স্কুলে বদলি করা হবে।

বৃহস্পতিবার গণমাধ্যমকে একথা বলেন তিনি।

আকরাম-আল হোসেন আরও বলেন, বদলি নিয়ে যে একটা অনৈতিক কাজ দীর্ঘদিন থেকে চলে আসছে। সেটা বন্ধ করবো। ন্যায় বিচার যাতে হয় সেটা দেখবো।

এমন অবস্থায় প্রাথমিক শিক্ষকদের নির্ধারিত সময় পরপর বদলি বাধ্যতামূলক করতে এই উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। জানা গেছে, বদলির এই ব্যবস্থা নিতে ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছিলেন, একজন শিক্ষক এক স্কুলে ৩ বছরের বেশি সময় থাকতে পারবেন না।

তিনি বলেছিলেন, অনেক শিক্ষক এক জায়গায় ৯/১০ বছর থাকছেন। তাই এনিয়ে বদলি বাণিজ্য শুরু হয়েছে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত