ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

আইইউবিএটিতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২০, ১৭:২৪

আইইউবিএটিতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
ফাইল ছবি

যথাযথ শ্রদ্ধা আর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস-২০২০ পালন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।

গতকাল শনিবার সকালে আইইউবিএটি ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করেন বিশ্ববিদ্যালয়য়ের রেজিস্টার অধ্যাপক লুতফর রহমান।

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিকাল ৪টায় এক বিশেষ ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠান এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: শহীদুল্লাহ মিয়া, বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. খায়ের জাহান সোগরা, বিশ্ববিদ্যালয়য়ের রেজিস্টারসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা কর্মচারি।

পরে আইইউবিএটির কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের পরিচালনায় বঙ্গবন্ধু ও ১৫ই আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত