ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

সরকারি তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের নতুন কমিটি

  তিতুমীর কলেজ প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৪  
আপডেট :
 ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৯

সরকারি তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের নতুন কমিটি
সরকারি তিতুমীর কলেজ। ফাইল ছবি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ২২ তম শিক্ষক পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। এবারের কমিটিতে সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পদার্থবিদ্যা বিভাগীয় প্রধান প্রফেসর ড. রমা বিজয় সরকার। ১৬ই সেপ্টেম্বর তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কমিটি ১৬ সেপ্টেম্বর ২০২০ থেকে পরবর্তী এক বছর কার্যকর থাকবে। করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবারে নির্বাচনের আয়োজন করা সম্ভব হয়নি বলে জানান তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন।

তিনি বলেন, ‘আমাদের ২১তম শিক্ষক পরিষদের মেয়াদ গত ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখ শেষ হয়েছে। করোনাকালীন মহামারী সময় নির্বাচন সম্ভব না হওয়ায় গত ৯ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের সদস্যদের প্রদত্ত ক্ষমতাবলে ২২তম শিক্ষক কার্যনির্বাহী কমিটি গঠন করেন।’

২২তম শিক্ষক পরিষদের কমিটিতে নিয়মানুযায়ী সভাপতি (অপরিবর্তিত) হিসেবে রয়েছেন তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন। এবারের কমিটিতে সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন পদার্থবিদ্যা বিভাগীয় প্রধান প্রফেসর ড. রমা বিজয় সরকার।

আরো পড়ুন: ‘মহান শিক্ষা দিবস’ আজ

এছাড়াও সহ-সভাপতি হিসেবে রয়েছেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ ড. মোসা. আবেদা সুলতানা। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস.এম কামাল উদ্দিন হায়দার, দপ্তর সম্পাদক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, কোষাধক্ষ্য সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মোহাম্মদ মাসুদ উজ্জামান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রিতা খন্দকার, অধ্যাপক প্রতিনিধি মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ ময়েজ উদ্দিন, সহযোগী অধ্যাপক প্রতিনিধি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা আক্তার, সহকারী অধ্যাপক প্রতিনিধি পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ গালিব হোসেন, প্রভাষক প্রতিনিধি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী মোহাম্মদ আল নুর।

আরো পড়ুন: ‘খিচুড়ি রান্না’ নিয়ে হৈচৈ করার কিছু নেই

নব নির্বাচিত সম্পাদক প্রফেসর ড. রমা বিজয় সরকার বলেন, ‘শিক্ষক পরিষদের সম্পাদক হওয়াটা অনেক সম্মান এবং আনন্দের। একই সাথে দায়িত্বটাও অনেক বেড়ে গেল। করোনাকালীন যদি শিক্ষাপ্রতিষ্ঠান চালু হয়, তখন অনেক বড় একটা চ্যালেঞ্জের হবে এ দায়িত্ব।’

নব নির্বাচিত সম্পাদক প্রফেসর ড. রমা বিজয় সরকার

‘শিক্ষদের প্রতিনিধি হিসেবে প্রশাসনকে সাথে নিয়ে শিক্ষকদের হয়ে কাজ করবো। পাশাপাশি শিক্ষার মান্নোয়ন ও গুণগত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনকে সাথে নিয়ে গঠনমূলক কাজ করার চেষ্টা করবো’, যোগ করেন তিনি।

আরো পড়ুন: বশেমুরবিপ্রবিতে ফের কম্পিউটার চুরি

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত