ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

শিক্ষা উপমন্ত্রীর দারুণ সুখবর

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৪

শিক্ষা উপমন্ত্রীর দারুণ সুখবর
ফাইল ছবি

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সারাদেশে এক হাজার ৮০০টি মাদরাসায় ভবন নির্মাণ করা হবে। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী ছয় হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

শনিবার চট্টগ্রামের আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল মাদরাসার ছয় তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে দ্বীনি শিক্ষার প্রসারে উদ্যোগ নিয়েছেন।

মাদরাসার গভর্নিং বডির সহসভাপতি মুহাম্মদ আবুল কাসেম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, চট্টগ্রাম বিভাগের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার, চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিন চৌধুরী, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন ছাড়াও অনেকে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত