ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

এইচএসসিতে ‘অটোপ্রমোশন’ যা বললেন প্রধানমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২০, ১৩:০০

এইচএসসিতে ‘অটোপ্রমোশন’ যা বললেন প্রধানমন্ত্রী

প্রাণঘাতী করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার উচ্চমাধ্যমিক তথা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে স্থগিত হওয়া এইচএসসির ফলাফল নির্ধারণ করা হবে। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার ইটনা মিঠামইন অষ্টগ্রাম অলওয়েদার সড়ক উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এইচএসসির সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সরকারকে লিগ্যাল নোটিশ

তিনি বলেন, ‘ছেলে-মেয়েদের পড়াশোনাটা অব্যাহত রাখতে প্রমোশনের ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

‘মহামারি করোনায় যথেষ্ট ক্ষতি হয়েছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী আজ স্থবির অর্থনীতি। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমাদের ছোট্টছোট্ট বাচ্চারা স্কুলে যেতে পারছে না, ছেলেমেয়েরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। তাদের পড়াশোনার ক্ষতিগ্রস্থ হচ্ছে। তারপরও আমরা তাদের পড়ালেখাটা যাতে চলমান থাকে সেজন্য নানান উদ্যোগ নিচ্ছি।’

কপাল খুললো ফেল করা সাড়ে ৩ লাখ শিক্ষার্থীর

তিনি আরো বলেন, ‘মহামারির কারণে আমরা এইচএসসি পরীক্ষা নিতে পারছিনা। তাই তাদের টেস্ট কিংবা ক্লাসের পরীক্ষাগুলো নিয়ে ফল দিতে ইতোমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাদের প্রমোশনটা দিয়ে দেয়া হবে যাতে তারা পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে।’

এইচএসসির রেজিস্ট্রেশন ফি ফেরতের বিষয়ে যা জানা গেলো

পড়াশোনা অব্যাহত রাখতে সংসদ টিভির মাধ্যমে ক্লাস নেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত