ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

যে ৬৮ জনকে পদায়ন করে ডিপিই’র পরিপত্র (তালিকাসহ)

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২০, ২০:০৯

যে ৬৮ জনকে পদায়ন করে ডিপিই’র পরিপত্র

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত ৬৮ জন ইন্সট্রাক্টরকে সহকারি সুপারিন্টেনডেন্ট পদে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার সাক্ষরিত পরিপত্রে তাদের পদায়ন করা হয়। তবে এক্ষেত্রে তিনটি শর্তও দেয়া হয়।

আদেশে বলা হয়, চলতি দায়িত্ব প্রদান পদোন্নতি হিসেবে গণ্য হবে না। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কোনো কর্মকর্তা নিয়োগ বা পদায়ন করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সপদে ফেরত যাবেন। এছাড়াও চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পদোন্নতি না হওয়া পর্যন্ত এ পদ শূন্য ঘোষণা করা যাবে না।

মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পিটিআই সুপারিন্টেনডেন্ট’র নিকট যোগদান করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পরিপত্রের তালিকা দেখতে ক্লিক করুন...

বাংলাদেশ জার্নাল/একে/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত