ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

যে বিষয়ে দোটানায় মাউশি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২০, ১৮:৪৯

যে বিষয়ে দোটানায় মাউশি

এবারের শিক্ষাবর্ষ কেটে যাচ্ছে স্কুল কার্যক্রম ছাড়াই। বসতে হচ্ছে না কোনো পরীক্ষায়। আর এই শিক্ষাবর্ষে স্কুল খোলার সম্ভাবনাও কম। অভিভাবকরা এখন স্কুলে ভর্তি নিয়ে ভাবছেন।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে গত ১৪ অক্টোবর বৈঠক করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সেখানে ভর্তি পরীক্ষার কয়েকটি সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়। যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তাহলে সরাসরি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়া হবে।

এটি সম্ভব না হলে অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়া যায় কিনা, তা নিয়েও আলোচনা হয়েছে। তবে অনলাইনে ভর্তি পরীক্ষা নিলে ইন্টারনেটের গতি কেমন থাকবে বা সবাই ভর্তি পরীক্ষায় বসতে পারবে কিনা, সে ব্যাপারে যথেষ্ট সন্দিহান মাউশি অধিদপ্তরের কর্মকর্তারা।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত