ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২০, ১১:৪০

প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ

প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবের কারণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (২৫ অক্টোবর) শিক্ষকদের বদলি বন্ধ রাখার নির্দেশনা দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) খালেদ আহম্মেদ স্বাক্ষরিত একটি চিঠি অধিদপ্তরটির বিভাগীয় উপ-পরিচালকদের কাছে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

তবে, সরকারি কলেজ ও মাধ্যমিকের শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বদলি অব্যাহত রয়েছে।

আদেশে বলা হয়, মহামারী করোনা সংক্রমণের কারণে সারাদেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষকদের সকল প্রকার বদলি কার্যক্রম বন্ধ রাখা সমীচীন হবে।

এদিকে গত দুই বছর ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ভর্তি কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে শিক্ষক ভর্তি অনলাইন মাধ্যমে করার প্রস্তুতি চলছে। আগামী বছর থেকে শিক্ষক বদলি আধুনিকায়ন করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

প্রাথমিকের কোটা বাতিল চেয়ে আইনি নোটিশ

যে পদ্ধতিতে হবে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রাথমিকে যতজন প্রার্থীকে এমসিকিউ পরীক্ষায় পাস করানো হবে

যে মাসে হতে পারে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা​

প্রাথমিকে আবেদন শুরু, যেভাবে করবেন

ডিপিই’র নতুন সচিব হাসিবুল আলম​

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সড়কে শিক্ষার্থীরা

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত