ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

এইচএসসির ফল প্রকাশে শিক্ষার্থীরা পেলো নতুন সুখবর

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২০, ১৫:০৮

এইচএসসির ফল প্রকাশে শিক্ষার্থীরা পেলো নতুন সুখবর
ফাইল ছবি

করোনা মহামারীর কারণে এবার অনুষ্ঠিত হয়নি এইচএসসি পরীক্ষা। এক্ষেত্রে এসএসসি পরীক্ষার ফলের ৭৫ শতাংশ ও জেএসসি পরীক্ষার ফলের ২৫ শতাংশ গণনা করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সে হিসেবে নতুন এই ঘোষণাটি ফলপ্রত্যাশী এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় সুখবরই বলা চলে। কারণ অনেকেই জেএসসি পরীক্ষার ফলাফলের উপর (৫০ শতাংশ) ভিত্তি করে রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে ‌‘নাখোশ’ ছিলো।

বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, ২০২০ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল তৈরিতে পরীক্ষার্থীদের এসএসসির ফল অধিক প্রাধান্য পাবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা কিছুটা গুরুত্বের সাথে অংশ নেন। এটি এইচএসসিরও কাছে। তাই এসএসসির ফলের ওপর আমরা জোর দেবো। পরীক্ষার্থীদের এসএসসির ফলের ৭৫ শতাংশ ও জেএসসির ফলের ২৫ শতাংশ গণনা করে এইচএসসির ফল প্রকাশ করা হবে। ডিসেম্বর মাসেই ফল প্রকাশ করা হবে।

তিনি আরো জানান, যখন ফল প্রকাশ করা হবে তখন কিভাবে ফল তৈরি করা হয়েছে তা জানিয়ে দেয়া হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও কারিগরির শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষা হয় না। তাই শুধু এসএসসির ফলেই এসব শিক্ষার্থীদের ফল দেয়া হবে।

আরো পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে নতুন আভাস শিক্ষামন্ত্রীর

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত