ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

এক শর্তে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষায় রাজি বুয়েট

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২০, ১৮:০১

এক শর্তে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষায় রাজি বুয়েট
ছবি: সংগৃহীত

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েট, কুয়েট ও রুয়েটকে নিয়ে আলাদা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশ নিতে চায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তবে এক্ষেত্রে ভর্তি পরীক্ষা শুধুমাত্র বুয়েট ক্যাম্পাসেই অনুষ্ঠিত হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।

বুধবার অধ্যাপক মিজানুর রহমান বলেন, গুচ্ছ পদ্ধতির এ ভর্তি কমিটিতে বাকি তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও থাকবেন। প্রশ্ন প্রণয়ন ও খাতা মূল্যায়নের দায়িত্ব এসব শিক্ষকদের পালন করতে হবে। বুয়েট একাডেমিক কাউন্সিল সভায় এখন পর্যন্ত এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, এই চার বিশ্ববিদ্যালয়ে সিট সংখ্যা চার হাজার। এরমধ্যে শুধুমাত্র বুয়েট ভর্তি পরীক্ষায় অংশ নেয় প্রায় ১২ হাজার শিক্ষার্থী। সেক্ষেত্রে আরো কিছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় যুক্ত হবে।

এতো বিপুল শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা একদিনেই অনুষ্ঠিত হবে কিনা জানতে চাইলে বুয়েট ছাত্র কল্যাণ পরিচালক মিজানুর রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, এমন পরীক্ষা আয়োজনে বুয়েটের সক্ষমতা রয়েছে। ভর্তি পরীক্ষায় একটি মেরিট পজিশন হবে। সেখান থেকে উত্তীর্ণরা মেধা অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন।

বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন বলেন, ‘ভর্তি পরীক্ষা নিয়ে একাডেমিক কাউন্সিলে যে সিদ্ধান্ত হয়েছে, সেটি এখনো চূড়ান্ত নয়। কারণ বাকি তিন বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তেরও প্রয়োজন রয়েছে।

এর আগে মঙ্গলবার ইউজিসির এক বৈঠকে ১৯ বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ পদ্ধতিতে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। ১৯টি বিশ্ববিদ্যালয় হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

একে/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত