ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বেসরকারি শিক্ষকদের নভেম্বরের বেতন ছাড়

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২০, ১৯:৪৯

বেসরকারি শিক্ষকদের নভেম্বরের বেতন ছাড়
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) ছাড় করেছে সরকার।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের ২০২০ সালের নভেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করেছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ব‌্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে টাকা তোলা যাবে।

একে/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত