ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২০, ১১:০১

শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক নিয়োগের জটিলতা নিরসনে পদক্ষেপ নেয়া হবে। মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এনটিআরসিএর সাবেক চেয়ারম্যান বদলি (অবসর) হওয়ার পর অনেকদিন এ পদটি শূন্য ছিল। এ জন্য বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক শূন্য থাকলেও নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে বর্তমানে নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এনটিআরসির নিয়োগসহ নানা বিষয়ে আদালতে অসংখ্য মামলা রয়েছে। এ কারণে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন করতে বিলম্ব হয়ে যাচ্ছে। সব সমস্যাগুলো নিরসনে দ্রুত পদক্ষেপ নেব।’

উল্লেখ্য, সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষক পদ শূন্য থাকলেও গত দু’বছর ধরে নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। গত ফেব্রুয়ারিতে ৫৮ হাজারের বেশি শিক্ষক শূন্যপদের তালিকা এনটিআরসিএতে এসেছে। এরপর আইনি জটিলতায় শিক্ষক নিয়োগ আটকে আছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত