ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

গণবিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসিএ চেয়ারম্যানের সুখবর

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২১, ১০:৫৬

গণবিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসিএ চেয়ারম্যানের সুখবর
ছবি: প্রতীকী

এনটিআরসিএর নবনিযুক্ত চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন চাকরি প্রত্যাশীদের সুখবর দিয়ে বলেছেন, আদালতের নিষেধাজ্ঞা কেটে গেলে দ্রুতই বেসরকারি শিক্ষক নিয়োগের আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে।

রোববার মোবাইল ফোনে এ কথা জানান তিনি।

এর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আশরাফ উদ্দিন বলেন, ‘আমি এ পদে নতুন যোগ দিয়েছি। নিয়োগ সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছে, সেটি যেন দ্রুত সমাধান করা যায়, সে লক্ষ্যেই কাজ করব।’

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে এক মাসের নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। আগামী ১৫ জানুয়ারি সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।

জানা যায়, দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে গত এক বছরে অন্তত ৮০ হাজার শিক্ষক পদ শূন্য হয়েছে। শিক্ষকদের চাকরি থেকে অবসর ও মৃত্যুজনিত কারণে এসব পদ শূন্য হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা বলছেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শূন্য পদ নিয়ে তেমন কোনো সমস্যা হচ্ছে না। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর পুরোদমে ক্লাস শুরু হলে শিক্ষক সংকটের কারণে একাডেমিক কার্যক্রম রীতিমত হোঁচট খাবে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত