ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

মাদ্রাসার বিষয় ও নম্বর বিভাজন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২১, ১৯:৪৩

মাদ্রাসার বিষয় ও নম্বর বিভাজন
ফাইল ছবি

মাদ্রাসার প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিষয় কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। ২০২১ শিক্ষাবর্ষে এসব শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ বিষয় কাঠামো ও নম্বর বিভাজন প্রযোজ্য হবে।

সোমবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিষয় কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়।

জানা গেছে, নবম শ্রেণির অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় বিজ্ঞান বা ব্যবহারিক আছে- এমন বিষয় ছাড়া অন্য সব বিষয়ে ধারাবাহিক মূল্যায়ন থাকবে। এক্ষেত্রে এনসিটিবির নির্দেশনা অনুসরণ করতে হবে। নির্বাচনী পরীক্ষা ও দাখিল পরীক্ষা এ নম্বর বণ্টন অনুসারে নেয়া হবে।

প্রথম থেকে পঞ্চম শ্রেণির নম্বর বিভাজন দেখতে ক্লিক করুন। দাখিল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির নম্বর বিভাজন দেখতে ক্লিক করুন

একে/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত