ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫১ মিনিট আগে
শিরোনাম

সহকারী শিক্ষকের তথ্য চেয়েছে মাউশি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২১, ১৮:০০  
আপডেট :
 ১২ জানুয়ারি ২০২১, ১৮:৩৮

সহকারী শিক্ষকের তথ্য চেয়েছে মাউশি
ছবি: সৈয়দ মেহেদী হাসান

সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি ও নির্ভুল গ্রেডেশন তালিকা প্রণয়নে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার মাউশি ওয়েবসাইট এ আদেশ প্রকাশ করেছে। আদেশে স্বাক্ষর করেছেন মহাপরিচালক প্রফেসর ড. মো. গোলাম ফারুক।

আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকাগণের তথ্য যাচাই শেষে pds.sib.gov.bd/admin ঠিকানায় লগইন করে তথ্য সংশোধন করতে হবে। check অপশনে গিয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম যোগদানের তারিখ সংশোধন করে আপডেট করতে হবে। শিক্ষাগত যোগ্যতার অপশনে গিয়ে B.Ed./ Dip. In Ed./B.P.Ed.B.Ag.Ed ডিগ্রী/ডিপ্লোমা পাসের তারিখ ও বিশ্ববিদ্যালয়ের নাম সংযোজন /সংশোধন করে সেভ করতে হবে। Go back এ ক্লিক করে মূল পাতায় ফিরে আসতে হবে। Edit অপশনে গিয়ে নাম, মূলপদ ও বর্তমান পদবী ঠিক করে update দিতে হবে।

একে/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত